ASANSOL-BURNPUR

SAIL ISP ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট 2022-এর ফাইনাল BOF (Operations) ও WRM বিভাগের মধ্যে

বেঙ্গল মিরর, বার্ণপুর: বার্নপুরে সেইল ইস্কো ইস্পাত কারখানার 5-A সাইড ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট 2022-এর ফাইনাল BOF (Operations) ও WRM বিভাগের মধ্যে আগামী ২৩-০৬-২০২২ বার্নপুর স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে ।

সোমবার দুটি সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, যার প্রথম ম্যাচে BOF (Operations) ৩ – ০ গোলে P&BS-2 বিভাগ কে পরাজিত করে এবং দ্বিতীয় ম‍্যাচে WRM ১ – ০ গোলে CCP বিভাগ কে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায় । ইস্কো ইস্পাত কারখানার ক্রীড়া ও মনোরঞ্জন দপ্তরের পৃষ্ঠপোষকতায় বার্নপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *