নয়া শ্রম কোডের বিরুদ্ধে ও ন্যূনতম মজুরির দাবিতে প্রতিবাদ সভা
বেঙ্গল মিরর, আসানসোল : কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নয়া শ্রম কোডের বিরুদ্ধে ও ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবিতে আজ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের আহ্বানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের সুমন কল্যাণ মৌলিক, ইস্কো মজদুর ইউনিয়নের সৌমেন্দু গাঙ্গুলি,সিপিআই (এম- এল) লিবারেশনের প্রদীপ ব্যানার্জী এবং আয়োজকদের পক্ষে গৌতম মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে এই বিষয়ে জেলাশাসকের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়।