মেলেকোলা ব্রিজ সংলগ্ন এলাকায় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি অন্তর্গত মেলেকোলা ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো।বুধবার এই মৃতদেহ উদ্ধার করেছে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি পুলিশ।



এদিন কুলটি থানার 2 নং জাতীয় সড়কের মেলেকোলা ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ এক ব্যক্তির পচাগলা মৃতদেহ পড়েছিলো।এরফলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিলো।খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ পৌচ্ছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।যদিও এই মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে চৌরঙ্গী ফাঁড়ি পুলিশ।