ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

দোমহানি হাটতলা ৮৭ লক্ষ টাকা খরচ করে তৈরি হবে মার্কেট কমপ্লেক্স

পরিদর্শনে বারাবনি বিডিও ও জেলা পরিষদের সদস্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের বহু বছরের পুরোনো হাট ভেঙ্গে মার্কেট কমপ্লেক্স রূপে।পশ্চিমবঙ্গ উন্নয়ন পরিষদের তহবিল থেকে দোমহানি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত ৬ বিঘার উপর জায়গায় মধ্যে প্রায় সাড়ে চার বিঘার জমির উপর এই হাটতলাকে প্রায় ৮৭লক্ষ টাকা খরচ করে তৈরি হবে মার্কেট কমপ্লেক্স।বাকি জমির উপর হবে নর্দমা ও বাইক পার্কিং এবং পানীয় জলের ব্যাবস্থা তাছাড়া তৈরি হবে শৌচালয়।

২০১৭সালে থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই হাটটিকে একটি মার্কেট কমপ্লেক্স রূপান্তরিত করার কথা ছিলো।কিন্তু কিছু জমি সংক্রান্ত সমস্যা থাকায় মামলা চলছিলো।কিন্তু বর্তমানে সমস্ত সমস্যা কেটে গিয়েছে।তাই পূনরায় উদ্যোগ নেওয়া হয়েছে এই মার্কেট কমপ্লেক্সের।কয়েক দিন ধরে চলছে পরিদর্শন কথা বলা হচ্ছে ব্যাবসায়ীদের সঙ্গে।বুধবার পূনরায় হাটে গিয়ে দোকানদার নাম গুলি ভিডিও রেকর্ড করে নথিভুক্ত করেন বিডিও সৌমিত্র প্রতিম প্রধান।

তিনি জানান আগামী কাল থেকেই এই মার্কেটের কাজ শুরু করা হবে।এক মাসের মধ্যে এই পুরোনো হাট মার্কেট কমপ্লেক্সে পরিণত করা হবে।আর সেই সময় যেনো এই দোকানদারাই সেই দোকান গুলি পাই তাই আজ ভিডিও রেকর্ড করে নথিভুক্ত করা হলো।ততদিন মার্কেটটি সামনের এক ময়দানে চালনা করা হবে।
এই প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য অসিত সিংহ জানান বারাবনি ব্লকে মডেল ব্লক তৈরি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।এই জায়গার মানুষ সহ ব্যাবসায়ীদের অনেক দিনের চাহিদা ছিলো এই হাটকে সুন্দর ভাবে সাজিয়ে তোলা।কিন্তু কোর্টে কেস চলার দরুন কাজটি বন্ধ ছিলো কিন্তু এখন এই জায়গা টি রাজ্য সরকারের।তাই পূনরায় মার্কেটের কাজ শুরু করা হবে কাল থেকে।তাছাড়া এইদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদে র কর্মাদক্ষ পূজা মাড্ডি,বারাবনি থানা ইনচার্জ মনরঞ্জন মন্ডল, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি,দমহানি পঞ্চায়েতের প্রধান রুমা সিং সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *