ASANSOLPANDESWAR-ANDAL

পাচার করার সময় প্রায় ১০,০০০ বোতল ফেনসিডিল পুলিশের হাতে, গ্রেফতার ৩, ৭ দিনের পুলিশ হেফাজত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : উত্তরপ্রদেশ থেকে লুকিয়ে ট্রাকে করে দশ হাজার বোতল ফেনসিডিল কাফ সিরাপ ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী বনগাঁর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় অন্ডাল থানার পুলিশ বিশেষ চেকিং করতে গিয়ে ধরে ফেলে ওই ট্রাকটি। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় উত্তরপ্রদেশের তিন বাসিন্দাকে। এই তিনজনের মধ্যে উত্তরপ্রদেশের আগ্রার দুজন হল দীপু সিং ও ধীরেন্দ্র সিং এবং উত্তরপ্রদেশের এটওয়ার ভানু প্রতাপ সিং। অন্ডাল থানার পুলিশ এদের বিরুদ্ধে ( কেস নম্বর ২২৮/২২) ২২(সি) ধারায় এবং এনডিপিএস অ্যাক্ট এর ২৫,২৬ ও ২৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


এদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের আসানসোল আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতে চায়। আদালত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ১০০ টি কার্টুনে প্রায় ১০,০০০ বোতল ফেনসিডিল ছিল। ওই ফেনসিডিল কাশির সিরাপের সঙ্গে অন্যান্য জিনিসপত্র ঢাকা দেওয়া ছিল। বাজেয়াপ্ত ফেনসিডিলের মূল্য আনুমানিক প্রায় ৩৫ লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *