সালানপুরে বিভিন্ন রথযাত্রায় উপস্থিত হন আসানসোলের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়
কাজল মিত্র : – ভারী বৃষ্টিকে উপেক্ষা করে সালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় রথযাত্রার মহোৎসব পালন করা হল ।এই রথযাত্রার শুভঃ অনুষ্ঠানে বৃষ্টির দিনে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়। সালানপুর ব্লকের কল্যানেশ্বরী লেফ্ট ব্যাংকের রাধা রাসবিহারী মন্দিরের শ্রী শ্রী সচিতানন্দ শান্তিধামে এই প্রথম বর্ষ শুভঃ রথযাত্রার মহোৎসবের আয়োজন করা হয়।
তাছড়া মা মুক্তাইচন্ডী আনন্দ মেলা সমিতি ও মালবোহাল জোরবাড়িতে রথযাত্রা উৎসব এর শুভ সূচনা করেন আসানসোল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ।
তিনটি রথের দ্বারা লেফ্ট ব্যাংক থেকে শুরু করে রূপনারায়ানপুর পর্যন্ত এই যাত্রা করা হয়।তিনি সর্ব প্রথম এসে পূজা অর্চনা করে রথের দড়ি টানেন।এইদিনের শুভ রথযাত্রায় ভক্তদের ভিড় ছিলো দেখার মত।তারপর তিনি মুক্তাইচন্ডীর রথযাত্রায় উপস্থিত হন এবং নিজের হাতে রথ টানেন।শেষে তিনি জোড়বাড়ির শুভ রথযাত্রায় সামিল হন।তাছাড়া বিধায়ক তথা মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাদক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,তৃণমূল নেতা মনোজ তেওয়ারী,মবিন খান,রামচন্দ্র সাউ,নরেন্দ্র খোসলা,শঙ্কর ঘোষ,চন্দন রজক,বিষ্ণু বাহাদুর,বিজয় সিং,বাবাই ঘোষাল ,তপন মাহাতা, গৌরাঙ্গ তেওয়ারী, তাপস উকিল ,সহ আরো অনেকে।