BARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

নিজের নৌকা বাঁচাতে গিয়ে মাইথন জলাধারে তলিয়ে গেলো নৌকা চালক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- মাইথন জলাধারে আকস্মিক ঘটনার শিকার হলেন এক নৌকা চালক ।জলাধারের পাশেই বাঁধা অবস্থায় থাকা নৌকাটি বাঁচাতে গিয়েই হটাৎই জলাধরে তলিয়ে গেলো নৌকাচালক । জানাযায় নৌকা চালক বাথনবাড়ি গ্রামের বাসিন্দা নাম সুলেমান আনসারি(৬০)। স্থানীয় নৌকা চাকলদের কথামত জানাজায় শনিবার দুপুরে নৌকাতে করে যাত্রীদের সঙ্গে নিয়ে জলাধারের এক টাপুর দিকে রওনা য়েছিলেন নৌকাচালক সুলেমান আনসারি।যাত্রীদের টাপুতে নামিয়ে নৌকা বেঁধে নিজে মাইথন জলাধারে স্নান করছিলেন ।কিন্তু হটাৎ করে জলাধারের দমকা হওয়ায় নৌকা খুলে যায় ও নৌকাটি জলের উপর ভাসতে ভাসতে অন্য দিকে যেতে থাকে।যার কারনে সুলেমান আনসারি তার নৌকাটি বাঁচানোর জন্যে জলাধারে ঝাঁপ মারে ।


কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সুলেমান এর খবর নাপাওয়ার ফলে অন্যান্য নৌকা চালকেরা তাকে খোঁজ খুঁজি শুরু করে ।খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে । উদ্ধার কাজে লেগেছে স্থানীয় নৌকাচালক সহ কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।জানা যায় এক নামে সুলেমান আনসারিকে সবাই চিনতেন।তার নামে মাইথন জলাধারের পাশে রয়েছে পার্ক।তিনি এলাকায় পাহাড়ি বাবা নামেও পরিচিত ছিলেন।ব্যাক্তিগত ভাবে তিনি এলাকায় ভালো মানুষরূপে পরিচিত ছিলেন।খবর লেখা পর্যন্ত মাইথন জলাধারের সালমানের খোঁজ নামেলায় নৌকা চালকরা ও পুলিশের তল্লাশি চালাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *