তৃণমূল পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, অন্ডাল : অন্ডালের দক্ষিণখন্ড পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম উৎপল আঁকুড়ে বয়স ৪৫ বাড়ি অন্ডালের দক্ষিণখন্ড আঁকুড়ে পাড়ায় শনিবার রাত্রে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
দক্ষিণখন্ড উপপ্রধান অনন্ত ঘোষ জানান তিনি একজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠানো হবে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছেন অন্ডাল থানার পুলিশ।