নিয়ামতপুর লায়ন্স ক্লাবে কুলটি ইয়ুথ ফোরামের উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-নিয়ামতপুর লায়ন্স ক্লাবে কুলটি ইয়ুথ ফোরামের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।রবিবার এই রক্তদান শিবির করা হয়েছে।এদিনের রক্তদান শিবিরে 20 জন রক্তদান করেছেন।রক্তদাতাদের মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।এর পাশাপাশি চিকিৎসকেরও সংবর্ধনা জানানো হয়েছে।
এদিনের অনুষ্ঠানে নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অখিল মুখার্জি, সমাজসেবী তারাপ্রসন্ন ঘাঁটি, সমাজসেবী পরিমল মন্ডল, সমাজসেবী লক্ষীকান্ত ঘোষ সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।এই প্রসঙ্গে কুলটি ইয়ুথ ফোরামের তরফে জানানো হয়েছে এদিন রক্তদান শিবিরের পাশাপাশি চিকিৎসকের সংবর্ধনা জানানো হয়েছে ।