আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর জন্মদিন পালন
নিজের ওয়াক্স মিউজিয়ামে শিল্পী সুশান্ত রায় মোমের মূর্তিতে করলেন মাল্যদান, খাওয়ালেন কেক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ সেই ২০০৩ সালে তৎকালীন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পূর্ণাবয়ব মোমের মূর্তি বানিয়েছিলেন। সেই বছর ৯০ তম জন্মদিনে কলকাতার বাসভবনে গিয়ে জ্যোতি বসুকে তা দিয়েছিলেন। তখন সঙ্গে ছিলেন তৎকালীন রাজ্যের মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী। সময়ের পরিবর্তনে দুজনের কেউ আজ আর বেঁচে নেই। শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে তার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে ও কেক খাইয়ে দিনটি পালন করলেন আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়।
এদিন সুশান্তবাবু আসানসোলের মহিশীলা কলোনিতে নিজের তৈরি ওয়াক্স মিউজিয়াম ও শীষ মহলে মিউজিয়ামে জ্যোতি বসুর জন্মদিন পালন করেন । পরে তিনি বলেন, ঐ সময় যে কটি মোমের মূর্তি তৈরি করেছিলাম, তার মধ্যে প্রথম ছিলেন জ্যোতি বসু। ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কলকাতায় জন্মদিন পালন করা হতো। তারপর সেই মূর্তি আসানসোলে এনে ২০০৯ সাল থেকে আমি পালন করছি।
সুশান্ত রায় জ্যোতি বসুর পাশাপাশি দেশবিদেশের অনেক সেলিব্রিটিদের মোমের মূর্তি গড়েছেন।