ASANSOL

পশ্চিম বর্ধমান জেলা তপশিলী জাতি ও উপজাতি জনকল্যাণ সমিতি কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানিত করল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলা তপশিলী জাতি ও উপজাতি জনকল্যাণ সমিতির পক্ষ থেকে শনিবার আসানসোলে অবস্থিত বিএনআর মোড়ের কাছে “জেলা গ্রন্থাগারে” একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি কয়েকজন সাংবাদিককেও সম্মান জানানো হয়। এই উপলক্ষ্যে সংগঠনের রাজ্যের কনভেনর পরেশ বাউরী, জেলা সভাপতি রাজু বাউরী, জেলা সভাপতি রাধা বাউরী, জেলা সম্পাদক ইন্দ্রাণী মাহালি, জেলা সম্পাদক বিপ্লব বাউরী, আশীষ বাউরী, ঋষি বাউরী, আস্তিক বাউরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠান উপলক্ষে রাজীব বাউরী বলেন, আজকের কর্মসূচিতে তার সমাজের মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানানো হয়েছে। তিনি বলেন, বাউরিরা সমাজের মানুষ শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। শিক্ষাই তাদের এই পশ্চাৎপদতা দূর করার একমাত্র উপায়। এ কারণেই আজ মেধাবী শিক্ষার্থীদের সম্মান দেওয়া হলো। তিনি বলেন, তিনি চান বাউড়ি সমাজের শিক্ষার্থীরা লেখাপড়া করুক এবং দেশ ও সমাজের গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখুক। ওই অনুষ্ঠানে পূর্ণিমা টুডু, নেহা মুর্মু, রানি মুর্মু, লক্ষ্মী সোরেন সহ ৬০ জন ছাত্র – ছাত্রীকে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *