আসানসোল ও দুর্গাপুর থেকে সিআইডির হাতে গ্রেপ্তার ২
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : কয়লা চোরাচালানের অভিযোগে আসানসোল ও দুর্গাপুর থেকে সিআইডি দুজনকে গ্রেফতার করেছে। সিআইডি কলকাতা আসানসোল সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অবৈধ কয়লার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই কয়লা মামলায় দুই কয়লা মাফিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। রবিবার কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, শনিবার রাতে আসানসোলের উষাগ্রাম ও পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডি। অভিযুক্তদের নাম ওম প্রকাশ আগরওয়াল ও যুধিষ্ঠির ঘোষ। সিআইডি আটক দুই ব্যক্তিকে হেফাজতে নিয়ে তদন্ত করবে এবং এই অবৈধ কয়লা কেলেঙ্কারিতে কারা জড়িত তা দেখবে। তাদের দুর্গাপুর আদালতে হাজির করে রিমান্ডে নিয়েছে সিআইডি।
উল্লেখ্য, কয়লা চোরাচালানের বিষয়ে সিবিআই মামলা দায়ের করার পরে, রাজ্য পুলিশের সিআইডিও একটি পৃথক মামলা নথিভুক্ত করেছিল। রণধীর সিং কে গ্রেপ্তারের পর এটি দ্বিতীয় বড় অ্যাকশন, এই পদক্ষেপের পর থেকেই শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।