ASANSOL

আসানসোলের মারিচকোটায় ৩ একর সরকারি জমি দখল করল ভূমি মাফিয়ারা, পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ হাইকোর্টের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : শিল্পাঞ্চলে ভূমি মাফিয়াদের আতঙ্ক যেন থামছেই না। আসানসোল উত্তর থানার মারিচকোটা এলাকায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একটি ডিভিশন বেঞ্চও পদক্ষেপ গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার পাশপাশি রিপোর্ট চেয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২রা আগস্ট।

আসানসোলের গোবর্ধন মণ্ডল কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। যেখানে তিনি অভিযোগ করেন, মারিচকোটায় তিন একর ১৯ শতক সরকারি জমি বেআইনিভাবে দখল করে নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে হাইকোর্টে রিপোর্ট দিয়েছে এডিএম এবং ডিএলঅ্যান্ডএলআরও। সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ হচ্ছে তাতেও স্পষ্ট। এরপর হাইকোর্ট নির্দেশ দেয় যে যারা অবৈধভাবে সরকারি জমি দখল করে তাদের বিরুদ্ধে ডব্লিউবিএলআর আইন ১৯৫৫ এর ৪(৫ ) ( এ) ধারায় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে এর রিপোর্ট হলফনামা আকারে হাইকোর্টে জমা দিতে হবে। উল্লেখ্য, প্রায় এক বছর আগে অভিযোগের ভিত্তিতে পুলিশ একই স্থানে অভিযান চালিয়ে ডাম্পার ইত্যাদি বাজেয়াপ্ত করে।

গোবর্ধন মণ্ডল বলেন, শিল্পাঞ্চলের প্রচুর সংখ্যায় ভূমি মাফিয়া এভাবে সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ করছেন। কোথাও আবাসিক কলোনি, কোথাও অফিস, কোথাও ফ্ল্যাট তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এসব লোকজন জোরপূর্বক গ্রামবাসীর জমি দখল করে নিচ্ছে। একইসঙ্গে তারা কম এবং নির্ধারিত দামও দিচ্ছেনা। অথচ সেই জমি বিক্রি করছে অনেক বেশি দামে। শিগগিরই এ ধরনের ভূমি মাফিয়াদের বিরুদ্ধে আরও তথ্য প্রকাশ করবেন বলে দাবি করেন তিনি।

শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমি মাফিয়া সক্রিয় রয়েছে। তাদের শক্তিশালী রাজনৈতিক যোগসাজশের কারণে তাদের বিরুদ্ধে কেউ আওয়াজ তোলে না। সেই সাথে অনেক বড় মাফিয়া এই চক্রের সঙ্গে জড়িত। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসানসোলের সভা থেকে জমি মাফিয়াদের সতর্ক করেছিলেন। কিন্তু মাত্র কয়েকদিন পরই চক কেশবগঞ্জে দেখা যায়, জমি দখলের জন্য প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভূমি মাফিয়ারা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

One thought on “আসানসোলের মারিচকোটায় ৩ একর সরকারি জমি দখল করল ভূমি মাফিয়ারা, পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ হাইকোর্টের

  • Kaj kommo na thakle ei vbe taka khowar plan…. Lojja lagena….puro bepar na jne esb korte

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *