ASANSOLKULTI-BARAKAR

লছিপুরে অবৈধ পার্কিং, ব্যবস্থা নিতে চিঠি দিলেন মেয়র

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের কুলটি থানার অন্তর্গত লছিপুর রেডলাইট এলাকায় বেআইনি পার্কিংয়ের ( Illegal Parking at Lachhipur Redlight Area ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসক এবং পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন মেয়র বিধান উপাধ্যায়। মেয়র চিঠিতে লিখেছেন, লছিপুরে অবস্থিত দিশা জনকল্যাণ কেন্দ্রে অবৈধ পার্কিং চালানোর খবর পাওয়া গিয়েছে। গত দুই বছর ধরে সেখানে পার্কিং লট পরিচালনার কোনো লাইসেন্স দেয়নি পৌর কর্পোরেশন। তাই সেখানে অবৈধভাবে পার্কিং পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।


উল্লেখ্য, লছিপুর পার্কিং থেকে প্রতি বছর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ২২ লক্ষ টাকা আয় করত। কিন্তু গত দুই বছর ধরে সেখান থেকে কোনো রাজস্ব পাচ্ছে না আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। অথচ সূত্র মারফত খবর বরং রাজনৈতিক যোগসাজশে কিছু লোক সিন্ডিকেট গঠন করে সেখান থেকে পার্কিং ফি আদায় করছে। মেয়র বিধান উপাধ্যায় জানান, তিনি মেয়র হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেখান থেকে লাইসেন্স ফি নেওয়া হয়নি। সেখানে অবৈধভাবে পার্কিং চলছে। কিছু আইনি প্রতিবন্ধকতা আছে, সেগুলো দূর করে শিগগিরই দরপত্র জারি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *