আসানসোলের মহাবীর স্থানে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রবিবার আসানসোলের জিটি রোডের মহাবীর স্থান মন্দির কমপ্লেক্সে পুনর্দৃষ্টি চক্ষু ও জেনারেল হাসপাতালের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের সহযোগিতায় ছিল মহাবীর স্থান সেবা সমিতি। হাসপাতালে চিকিৎসক ডাঃ ইতু মন্ডল শিবিরে আসা মানুষদের চোখ পরীক্ষা করেন ও ডাঃ অভিষেক মন্ডল স্বাস্থ্য পরীক্ষা করেন। এখানে পূর্ণ দৃষ্টি চক্ষু ও জেনারেল হাসপাতালের চিকিৎসকরা মানুষের চোখের পাশাপাশি হার্ট ও স্বাস্থ্য পরীক্ষা করেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/07/IMG-20220717-WA0019-500x223.jpg)
এই শিবিরে মোট ৭১ জনের চোখ পরীক্ষা করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঐ চক্ষু ও জেনারেল হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হবে। এই শিবিরে আসা মোট ২৫জনের ইসিজি করা হয় ও ৩৫ জনের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , মহাবীর স্থান সেবা সমিতির কর্ণধার অরুণ শর্মা। পূর্ণদৃষ্টি চক্ষু ও জেনারেল হাসপাতালের ডাঃ অভিষেক মন্ডল এই শিবির সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় একটি শংসাপত্র দেন।