রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলিটিয়া কলেজে হামলা চালিয়ে মারধর করার অভিযোগে তোলপাড়
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: ( Asansol Raniganj News Today ) রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলিটিয়া কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি তথা ওই কলেজের প্রাক্তন জি এস রেহান সাকিবের বিরুদ্ধে এবার তৃণমূল ছাত্র পরিষদেরই বর্তমান সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগে তোলপাড় হল কলেজ চত্বর।




ঘটনা প্রসঙ্গে জানা যায় তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠী মঙ্গলবার দুপুরে নিজেদের মধ্যেই বচাই জড়িয়ে পড়ে পড়ে এই বছর থেকেই মারধর শুরু হয় অভিযোগ এক দল সদস্য আরেক দল সদস্যের উপর বাস লাঠি রড নিয়ে হামলা চালায়। এই ঘটনার প্রেক্ষিতে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে বর্তমান সময়ের ত্রিবেনী দেবী ভলিটিয়া কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা। পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা ৬ সদস্যকে আটক করেছে। এদিনের এই হামলার ঘটনা দুই ছাত্রনেতা আহত হয়েছে, যাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।