ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

এসো গাছ লাগায় কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা

বেঙ্গল মিরর, কাজল মিত্র : ফুলবেড়িয়া গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এলাকার সমাজসেবী স্বপন দাসের উদ্যোগে এবং ফুলবেড়িয়া যুব সংঘের দ্বারা আয়োজিত “এসো গাছ লাগায়” কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হলো।তাছাড়া পাতাল এবং ফুলবেড়িয়া গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের গাছের চারা এবং বই দিয়ে বিশেষ সম্মান জানানো হয়।যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও বিশিষ্ট লেখিকা তথা পরিবেশ বিদ জয়া মিত্র।

এদিন অনুষ্ঠানে এসে বিধান উপাধ্যায় বলেন আগামী দিনে বেঁচে থাকতে হলে অবশ্যই গাছ লাগানো উচিত।যেকোনো অনুষ্ঠানে মানুষ যদি গাছ লাগায় তবে আগামী দিনে অক্সিজেনের অভাব থাকবে না।কোরোনা কালে মানুষ বুঝতে পেরেছে অক্সিজেনের কী মূল্য রয়েছে।তাই সবার কাছে অনুরোধ গাছ লাগান নিজে বাঁচুন ও অন্য কে বেঁচে থাকার সুযোগ করে দেন।তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ভোলা সিং,সামডি গ্রাম পঞ্চায়েত প্রধান জনার্ধন মণ্ডল,বলকুন্ডা ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান উজ্জ্বল মণ্ডল সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *