ASANSOL

তৃনমুল কংগ্রেসের জেলা চেয়ারম্যান পদে থাকলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়,নাম ঘোষণা বাকি সভাপতির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্য জুড়ে তৃনমুল কংগ্রেসে সাংগঠনিক পরিবর্তন করা হলো। তালিকা দেখুন। গোটা রাজ্যে নতুন জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। শুধু পশ্চিম বর্ধমান ও দমদম-ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা করা যায়নি। কলকাতা উত্তরের চেয়ারম্যান ঘোষণা করা হয়নি। মোট ৩৫টি সাংগঠনিক জেলায় ৩৩টি জেলা সভাপতি ও ৩৪টি জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। ফের পশ্চিম বর্ধমানের জেলা চেয়ারম্যান করা হয়েছে উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। তালিকায় জেলা সভাপতির নাম ঘোষণা করা হয় নি। বলা হয়েছে পরে জানানো হবে। এর থেকে একটা জিনিস পরিষ্কার বর্তমান জেলা সভাপতি বিধান উপাধ্যায় আর সভাপতি হচ্ছেন না।

পশ্চিম বর্ধমানের পরবর্তী জেলা সভাপতি কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক বা দুর্গাপুরের কাউকে জেলা সভাপতি করা হবে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *