BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর এলাকায় দিনে দুপুরে চুরি, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার অন্তর্গত ক্ষুদিকা স্টেশন লাগোয়া কাটাশায়ের এলাকায় এক গৃহস্থের বাড়িতে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো । চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে সালানপুর থানার প্রায় 200 মিটার দূরেই সুব্রত মন্ডল নামে স্থানীয় এক শিক্ষকের বাড়িতে দুপুর বেলা চুরির ঘটনা ঘটে ।ওই ব্যক্তি পেশায় প্রাইভেট টিউটার।তবে সুব্রত বাবু বৃহস্পতিবার
নিজের চিকিৎসা ও রক্তপরীক্ষার জন্যে আসানসোলে যান ৷বেলা ১২টা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন তার বাড়িতে চুরি হয়ে গেছে ৷

তিনি জানান সকালবেলা 9 টার সময় বাড়িতে তালা লাগিয়ে চিকিৎসার জন্য গেছিল কিন্তু বেলা 12 টার সময় তিনি বাড়িতে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে অবাক কান্ড ।তিনি দেখেন বাড়ীর সব আলমারি, ডেসিনটেবিল ভাঙ্গা ।তিনি দেখেন বাথরুমের জানলা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে । তিনি জানান বাড়ির দুটি আলমারি ভেঙ্গে নগদ 48হাজার টাকা ও কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোরেরা । ঘটনার সময় সুব্রত বাবু।সেই সুযোগে চোরের দল বাড়ির ভিতরে ঢুকে চুরি করে পালায়। দুপুর বেলায় সুব্রত বাবু বাড়ি ফিরে দেখেন বাড়ির ভেতর সমস্ত কিছু তছনছ হয়ে পড়ে আছে। সালানপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।

গত ৮ মাসের মধ্যে ওই এলাকায় পরপর তিনটি চুরির ঘটনা ঘটেছে ৷ যার কোনো কিনারা করতে পারেনি পুলিশ প্রশাসন বলে যানান এলাকার মানুষ ৷ তবে বারংবার চুরির ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে রয়েছে ।মাত্র কয়েকদিন আগেই পরপর দুইবার দেন্দুয়া মোড়ে দুটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে ।
স্থানীয়রা তবে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন ।সকলে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *