রানিগঞ্জের গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : শুক্রবার রানিগঞ্জের গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয়ে, পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সহযোগিতায় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে, এক গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে এদিন বিধায়ক তহবিলে পাওয়া ১০০০ টি গাছের চারার মধ্যে ৫০০ টি গাছের চারা রানীগঞ্জের সবকটি স্কুলের স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন রানীগঞ্জের বিধায়ক তথা এডিডি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার বুদ্ধদেব মন্ডল।
তারাই দিন ছাত্র-ছাত্রীদের মাঝে পৌঁছে গাছের প্রয়োজনীয়তা প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন, যেখানে এদিন ডিএফও জানিয়েছেন এবারের বর্ষার কম হওয়ার কারণ উল্লেখ করে গাছ লাগানোর প্রয়োজনীয়তার বিষয় ও আগামীতে জলের বোতলের মতো অক্সিজেন সিলিন্ডারও সঙ্গে নিয়ে যেতে হবে পর্যাপ্ত গাছ যদি না লাগানো হয়, তাহলেই ঘটবে এমনটা। তার এও দাবি শুধুমাত্র বনাঞ্চলেই গাছ লাগালে হবে না, সাধারণ মানুষকেও তার পারিপার্শ্বিক এলাকাতে গাছ লাগিয়ে এলাকায় সবুজায়ন ঘটাতে হবে। একইভাবে বিধায়ক গাছের প্রয়োজনীয়তা নিয়ে তার মত স্পষ্ট করেন। পড়ুয়ারায় দিন গাছের চারা সংগ্রহের সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেয় স্কুল চত্বরে।