আসানসোল সিবিআই আদালতে চূড়ান্ত ব্যবস্থা, অনুব্রত মন্ডলকে আনা নিয়ে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ,দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ গরু পাচার মামলায় বীরভূমের বাড়ি থেকে বুধবার সকালে সিবিআই আটক করে বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে। তারপর তাকে গ্রেফতার করা হয় বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর।
আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে এই গরু পাচার মামলা চলছে। সেখানে আনা হচ্ছে এই খবরের পরে চূড়ান্ত ব্যবস্থা আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে।
দুপুর দেড়টার শেষ খবর দূর্গাপুর হয়ে আসানসোলে আনা হচ্ছে অনুব্রত মন্ডলকে। তারজন্য বেলা সাড়ে বারোটার পর থেকে আসানসোল আদালত চত্বরে যে পাঁচতলা ভবনে সিবিআইের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাস রয়েছে সেখানে পুলিশ ব্যবস্থা করা হয়। নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
গার্ডরেল বা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া ভবনের সামনের গেট। এসিপি পদমর্যাদার বেশ কয়েকজন অফিসার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। আদালত সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে অনুব্রত মন্ডলকে আদালতে তোলা হবে। তার আগে আসানসোলের ইএসআই হাসপাতালে অনুব্রত মন্ডলের শারীরিক পরীক্ষা করা হবে।