দুর্ঘটনায় মৃত্যু গাড়ি মালিকের বাড়ির সামনেই মৃতদেহ নামিয়ে বিক্ষোভ
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : সন্ধ্যায় পাঁচটা নাগাদ আসানসোল নর্থ থানার অন্তর্গত কাল্লা অগ্নিবীণা পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেলের সঙ্গে জলবাহী ট্রৈক্টার এর সাথেরা মুখোমুখি সংঘর্ষ হয় ফলে ওম বাহাদুর শর্মা ও তার স্ত্রী শ্রীমতি বিষ্ণু শর্মা গুরুতর আঘাত লাগে প্রথমে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়াতে দুর্গাপুরে বেসরকারি হসপিটালে দুজনকে ভর্তি করা হয়
10 আগস্ট একটা 46 মিনিটে নার্সিং হোমে ওম বাহাদুর শর্মার মৃত্য়ূ হয়ে যায়। আজ তার দেহ ময়নাতদন্তের পর দুর্গাপুর থেকে বারাবনি দমহানি স্কুল আনা হয় যে গাড়িটি একসিডেন্ট করেছিল সেই মালিকের ঘরের সামনে মরদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে গাড়ির মালিকের বাড়ির সামনেই মরদেহ নামিয়ে বিক্ষোভ দেখায় পরে বারাবনি থানা ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনা এসে সেইসব মানুষকে বোঝানো হয় বিক্ষোভ তুলে নেয়।