SBFCI-এর তত্ত্বাবধানে, জেলার প্রথম মহিলা চেম্বার “কনক ধারা” গঠিত হল, সুচিস্মিতা উপাধ্যায় হলেন চেয়ারপারসন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
রবিবার আসানসোলের পুলিশ কমিশনারেটের পাশেই ইভলিন লজ কমপ্লেক্সের ৪ নং বাংলোতে সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (SBFCI) – র তত্ত্বাবধানে, জেলার প্রথম মহিলা চেম্বার “কনক ধারা” গঠিত হল। আসানসোল মেয়র পত্নী হলেন চেয়ারপারসন।




সর্বসম্মতিক্রমে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের পত্নী সুচিস্মিতা উপাধ্যায়কে “কণক ধারা”-র চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করা হয়।
SBFCI এর সভাপতি ভি কে ঢাল তার স্বাগত ভাষণে বলেন যে এটি আজাদীর অমৃত মহোৎসবের একটি পূর্ব-নির্ধারিত কর্মসূচি।
জেলায় মহিলা উদ্যোক্তাদের ক্রমবর্ধমান সংখ্যা দেখে এসবিএফসিআই এই পদক্ষেপ নিয়েছে।
আসানসোলের প্রথম মহিলা নাগরিক সুচিস্মিতা উপাধ্যায়, যিনি নিজে একজন নারী উদ্যোগপতি, চেয়ারপার্সনের দায়িত্ব নেওয়ার সময় বলেন, আজকের যুগে এমন একটি প্রতিষ্ঠান অবশ্যই দরকার। তিনি বলেন, কিছুদিনের মধ্যেই সমস্ত মহিলা সদস্যদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কাজ সম্পন্ন করা হবে। যেখানে সারা দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা সেক্ষেত্রে বর্তমান সমাজে সমাজগঠনে
মহিলাদের অবদান যে অনস্বীকার্য তা বলাই বাহুল্য।
উপস্থিত সকল সদস্যরা এই অনন্য উদ্যোগের জন্য সাধারণ সম্পাদক জগদীশ বাগরিকে ধন্যবাদ জানান। ওই অনুষ্ঠানে ইস্টার্ন অ্যাসোসিয়েটসের অংশীদার অঞ্জনা চৌধুরী, অ্যাবাকাসের সোনিয়া পচিসিয়া,নবনীতা ব্যানার্জি, পিএসজে-টিভিএস-এর পূজা উপাধ্যায়, মধু ডুমরেওয়াল, মাধুরী টোডি, ভাবনা প্যাটেল, মনীষা আগরওয়াল, প্রিয়াঙ্কা পারিখ, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ উপস্থিত ছিলেন।