ASANSOLRANIGANJ-JAMURIA

Dilip Ghosh : তৃণমূল কংগ্রেস দুর্নীতির প্রতীক, তাদের সব নেতাই দুর্নীতিবাজ

আসানসোল উপনির্বাচনকে সামনে রেখে জামুড়িয়ায় বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তীর সমর্থনে সাংসদ দিলীপ ঘোষের রোডশো

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে ২১ শে আগস্ট উপনির্বাচন হতে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তীর সমর্থনে রোড শো করলেন বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ। রোড শো জামুরিয়ার আখালপুর থেকে মন্ডলপুর, জাদুডাঙ্গা হয়ে বেনালী গ্রাম হয়ে শেষ হয় এবং নির্বাচনী প্রচার শেষ হয়। ওই সময় এসিপি এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সমেত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। একইসঙ্গে দিলীপ ঘোষ তার প্রার্থীর সমর্থনে হাত জোড় করে ভোট দিতে বলেন এবং সমস্ত গ্রামবাসীকে আশ্বস্ত করেন।

একইসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল নেতা পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিশানা করে কড়া সমলোচনা করেন। তিনি বলেন তৃণমূল কংগ্রেস দুর্নীতির প্রতীক, তাদের সব নেতাই দুর্নীতিবাজ, আজ বাংলার মানুষ দেখছে তাদের কোটি কোটি টাকা। সহযোগীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। সব নেতাই চোর, তাই আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে তারা যেন এই ছলনাময় নেতাদের থেকে দূরে থাকে কারণ আজ এই সমস্ত নেতারা বাংলাকে শেষ করে দিয়েছে। পুরো তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যরা দিন দিন ধনী হচ্ছে। ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তাদের দায়িত্ব পালন করছে এবং দুর্নীতি মানুষের সামনে প্রকাশ পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *