বিধান উপাধ্যায় এর সমর্থনে মহামিছিল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আগামী 21 সে আগস্ট আসানসোল করপোরেশন এর উপনির্বাচন আর তাই এই উপনির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সবকটি রাজনৈতিক দল। তৃণমূলের হয়ে 6 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এবং বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন শ্রীদীপ চ্যাটার্জী এবং সিপিএম এর হয়ে প্রার্থী হয়েছেন শুভাশীষ মন্ডল ।সকলে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তবে বিজেপি ও তৃণমূলের প্রচার দেখা গেল একই দিনে




বৃহস্পতিবার সকাল থেকে প্রচারে নেমে পড়ে বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন জামুড়িয়া বিধানসভার 6 নম্বর ওয়ার্ডের মহামিছিল করে ভোটের প্রচার করল তৃনমূল কংগ্রেস।এদিন জামুড়িয়ার বেনালী গ্রাম সহ বিভিন্ন মন্ডল পুর আকল পুর ব্রিজ এলাকা জুড়ে প্রচার সারলেন।
এই মহামিছিলে অংশ নেন জামুড়িয়া বিধান সভার বিধায়ক হরেরাম সিং, ওয়াশিমুল হক ও রাখি কর্মকার মহিলা ব্লক প্রেসিডেন্ট , উৎপল সিনহা ,বরুণ তেওয়ারী , এমইসি সুব্রত রানা ,সাধন রায় ,এস কে সান্দার, কাউন্সিলর রাজেশ তেওয়ারি শ্রাবণী মন্ডল সোনা গুপ্ত সম্পা দা সহ অনেকেই উপস্থিত ছিলেন ।এদিন বিধায়ক জানান যে এই নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বী থাকলেও তৃণমূলের জয় নিশ্চিত করেন মুখমন্ত্রী মমতা ব্যানার্জি যা উন্নয়ন রাজ্যে করেছে সেই উন্নয়ন দেখেই মানুষ ভোট দেবে ।তাই তৃণমূল এর জয় একশ শতাংশ নিশ্চিত ।