আসানসোল রাইফেল ক্লাবে ৩০ আগষ্ট থেকে ৫৪ তম ওয়েষ্ট বেঙ্গল শুটিং প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ৫৪ তম ওয়েষ্ট বেঙ্গল শ্যুটিং চ্যাম্পিয়নশিপ আগামী ৩০ আগস্ট থেকে আসানসোলের চাঁদমারি এলাকায় আসানসোল রাইফেল ক্লাবে শুরু হতে চলেছে। এই চ্যাম্পিয়ানশিপ ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কে ঢল রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, সারা বাংলা থেকে ৭০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা ২৫ মিটার, ৫০ মিটার এবং ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের পাশাপাশি ১০ মিটার পিস্তল শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেবেন।




৩০ আগস্ট এই প্রতিযোগিতা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। ২ সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় দ্বিতীয় ও শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। তিনি বলেন, আসানসোল রাইফেল ক্লাবের সব রেঞ্জই এই প্রতিযোগিতায় ব্যবহার করা হবে। এখানে অংশগ্রহণকারীরা একটি অত্যাধুনিক রাইফেল রেঞ্জ পাবেন যা তাদের পারফরম্যান্সকে আরও বাড়িয়ে দেবে বলে তিনি মনে করেন।ক্লাবের পক্ষে সন্দীপ সামন্ত, অনুপম পান্ডে, অশোক চ্যাটার্জি, সুজিত বোস, শ্যামল সিনহা, দেবাশীষ চ্যাটার্জি, নারায়ণ আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।