রানীগঞ্জ থানার পুলিশ চতুর্থ দফায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে ঘটনার পুনঃনির্মাণ করল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার এক মাসের মধ্যেই চতুর্থ দফায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে বমাল দুষ্কৃতকারী কে গ্রেফতারের পর ঘটনার পুনঃনির্মাণ করতে দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশকে। এবার দ্বিতীয় দফায় নিমচা ফাঁড়ির পুলিশ উদ্ধার করল চুরি যাওয়া সামগ্রী। এবার অবশ্য কোন গৃহস্থের বাড়ির সামগ্রী চুরি যাওয়ার ঘটনা ঘটেনি।




চুরি গেছে একেবারে ইসিএলের বহু মূল্যবান কপারের তার, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। ঘটনা প্রসঙ্গে জানা যায় দামোদর নদ তটবর্তী পল্টন ঘাটে ইসিএলের বিদ্যুৎ সরবরাহের জন্য টাকা প্রায় ৭০ ফুটের কপার তার রাতের অন্ধকারে ১১ই আগস্ট কেটে নিয়ে পালায় দুষ্কৃতি দল। এই চুরির ঘটনার খবর 12 ই আগস্ট নিমচা ফাঁড়িতে জানানোর পরই, পুলিশ ঘটনার তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে রতিবাটির রানাডাঙ্গা এলাকা থেকে ২৪ শে আগস্ট অমিত বাউরী নামে এক যুবককে গ্রেফতার করে।
তাকে এই চুরির ঘটনায় আদালতে পেশ করার পর, বিচারক ধৃতকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের নির্দেশ দিলে, পুলিশ ঘটনার পুনঃনির্মাণ করে, চুরি যাওয়া কপারের বিশাল আকৃতির কপার তার উদ্ধার করতে সমর্থ্য হয়। এদিন নিমচা ফাঁড়ির আইসি রঞ্জিত বিশ্বাস ও এ এস আই রবিনসন মন্ডল ঘটনাটির পুনঃনির্মাণ করে, কিভাবে এই চুরির ঘটনাটিকে সংঘটিত করা হয়েছিল সে বিষয়ে খোঁজ তল্লাশি করেন।