নাকা চেকিংএ 5 কেজি গাঁজা সহ 2 জনকে গ্রেপ্তার করল বারাবনি থানার পুলিশ
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবানি : রবিবার রাতে বারাবনি থানার তরফ বারাবনি থেকে ঝারখন্ড যাওয়া রাস্তায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। রুনাকুরা ঘাটের 5 কিলোমিটার আগে ঝাড়খণ্ডের দিক থেকে আসা নীল রঙের আপাচি বাইকে আসা দুজনকে ধরে পুলিশ। ব্যাগ থেকে বেরোই 5কেজি গাঁজা।
গ্রেপ্তার করা হয় ঝাড়খন্ড নিবাসী জনার্দন পাল (29) ও গোপীনাথ পাল (31) কে। সোমবার পুলিশ সূত্রে জানা যায়, এই দুজনায় ঝারখন্ড থেকে দীর্ঘদিন ধরে এ কারবার করত। বারাবনি, আসানসোল, জামুড়িয়া সহ একাধিক জায়গায় এরা গাজা সাপ্লাই করতো। এদিন তাদের আসানসোল জেলা আদালতে তোলা হবে। 14 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানান পুলিশ আধিকারিক।
read also : উদ্ধার বিপুল পরিমানে অস্ত্র, এসটিএফের বড় সাফল্য