গ্যাস সিলিন্ডারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান এলাকার জয় মাতা দি মন্দির সংলগ্ন অংশে অবস্থিত এক গৃহস্থের বাড়িতে আজ সন্ধ্যায় হঠাৎই এক গ্যাস সিলিন্ডারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এলাকায় বাড়ির সদস্যরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগার বিষয়টি দেখে হত চকিত হয়ে পড়েন। পরে পাড়া-প্রতিবেশীরা তাদের ছুটে বেরিয়ে আসতে দেখেই পুলিশ প্রশাসন ও দমকল বিভাগকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে




। দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন সম্ভবত গ্যাস পাইপের ও রেগুলেটরের মধ্যে কোথাও গ্যাস লিক হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছিল। যদিও এই অগ্নিকাণ্ডের কয়েক মুহূর্তে স্থানীয়রা ও দমকল বিভাগ দ্রুত আগুন নেভানোর জন্য তৎপর হওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সকলে