কন্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন অ্যাওয়ারনেস সেমিনার
বেঙ্গল মিরর, আসানসোল : গত 10 সেপ্টেম্বর 2022 তারিখে কন্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো মেনস্ট্রুয়াল হাইজিন অ্যাওয়ারনেস বিষয়ক সেমিনার। শিক্ষিকাগণ ছাড়াও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক ছাত্রী ডাঃ সুদেষ্ণা চক্রবর্তী পরিচালিত এই আলোচনা সভায় অংশ নেয়, বিভিন্ন প্রশ্ন করে ও আত্ম বিশ্বাসের সাথে এগিয়ে চলার শপথ নেয়। সহযোগিতায় ছিলেন ইউনাইটেড হোপ ফাউন্ডেশন সংস্থার সদস্যরা।




সমগ্র আসানসোল মহকুমায় কন্যাশ্রী ক্লাবের নিজস্ব উদ্যোগে কোনো বিদ্যালয়ে এইরকম অনুষ্ঠান এই প্রথম হলো। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরজিত ভট্টাচার্য জানালেন আগামীতে কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে মেয়েদের সুরক্ষা নিয়ে আরো অনুষ্ঠান করা হবে।