অনুব্রত মন্ডলের দুটি মোবাইল সিএফএসএলে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ গরু পাচার মামলায় গ্রেফতার করার সময় সিবিআই অনুব্রত মন্ডলের কাছ থেকে দুটি মোবাইল ফোন সিজ বা বাজেয়াপ্ত করেছিলো। বৃহস্পতিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সায়গল হোসেনের জামিনের শুনানির পরে অনুব্রত মন্ডলের মোবাইল ফোন নিয়ে শুনানি শুরু হয়।
অনুব্রত মন্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর সামনে মোবাইল ফোন দুটি বাজেয়াপ্ত করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গত ১১ আগষ্ট বিকেল তিনটে ৩৬ মিনিটে অনুব্রত মন্ডলের মোবাইল ফোন দুটি বাজেয়াপ্ত করা হয়েছিলো। কিন্তু সিবিআই গত ১৮ আগষ্ট পরে তা জানায় আদালতে। এই সাতদিন মোবাইল ফোন দুটি কোথায় ছিলো?
আমাদের আশঙ্কা মোবাইল ফোন দুটি ট্যাম্পারিং করা হয়েছে। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব বা সিএফএসএলে পরীক্ষার জন্য পাঠানোর আগে সেই মোবাইল ফোন দুটি বিচারক নিজের হেফাজতে নিক ও নিরপেক্ষ কোন সংস্থাকে দিয়ে পরীক্ষা করা হোক।
তখন সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার ও তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য বলেন, দুটি মোবাইল নিজাম প্যালেসে আছে। অনুব্রত মন্ডলের উপস্থিতিতে মোবাইল ফোন দুটি সিজ করা হয়েছে। শেষ পর্যন্ত বিচারক রাজেশ চক্রবর্তী সিএফএসএলে পাঠানোর নির্দেশ দেন।