ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে দুর্গাপুজোর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : দুর্গাপুজোর আগেভাগেই দুর্গা পুজো উৎসবকে আকর্ষণীয় করে তুলতে বৃহস্পতিবার রানীগঞ্জের বোরো দফতরের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হল রানীগঞ্জ শহর এলাকায়। এদিন রানিগঞ্জের বিভিন্ন পুজো কমিটির সদস্য থেকে শুরু করে, বিভিন্ন স্কুল, কলেজ, এনসিসির ক্যাডেড, মিউনিসিপাল কর্পোরেশনের কর্মী থেকে শুরু করে, পূজো কমিটিগুলিরর অসংখ্য মহিলা সদস্য এদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় দুর্গাপুজোর সাজে, সুসজ্জিত হয়ে বিভিন্ন ব্যানার পোস্টার সহযোগে রাণীগঞ্জ শহর পরিক্রমা করে।

তারা এদিন রানীগঞ্জ বাজার এলাকার বিস্তীর্ণ পথে প্লাস্টিকের ব্যবহার থেকে বিরত থাকার কথা, বৃক্ষ রোপনের আবেদন, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আবেদন, সহ নানান বিষয়কে ব্যানার পোস্টারে তুলে ধরে, জনগনকে প্লাস্টিকের ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানান। এদিনের মিছিল কে সুসজ্জিত করতে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা নানান বাদ্যযন্ত্র সহযোগে ঢাকঢোল নিয়ে বর্ণাঢ্যশোভা যাত্রায় বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। পরে রানীগঞ্জের রবীন সেন স্টেডিয়ামে সম্পন্ন হয় এই শোভাযাত্রা। এদিনের এই কর্মসূচিতে বিশেষ ভাবে উপস্থিত হন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত, সহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *