ASANSOL

সায়গল হোসেনের আবার জামিন নাকচ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ গরু পাচার মামলায় আবার জামিন নাকচ হলো সায়গল হোসেনের। বৃহস্পতিবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়েছিলো সায়গল হোসেনকে। দুপক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পাশাপাশি আগামী ২৯ সেপ্টেম্বর আবার তাকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। এদিন সায়গলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা তার জামিনের আবেদন করেছিলেন। সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার তার বিরোধিতা করেন। তিনি বলেন, তদন্ত চলছে। এর জামিন হলে তদন্তে প্রভাবিত হবে।

Leave a Reply