বোনাস ও বেতনের দাবি, ইমপেক্স কারখানা গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ
বেঙ্গল মিরর,কাজল মিত্র:- কল্যাণেশ্বরী কোডোভিটায় অবস্থিত ইমপেক্স ফেরোটেক লিমিটেড ওয়ার্কস নামের একটি কারখানায় কর্মরত প্রায় 900 জন শ্রমিকের ধৈর্যের বাঁধ অবশেষে সোমবার ভেঙে গেল তারা তাদের বকেয়া বেতন ও দুর্গাপূজা বোনাসের দাবি জানিয়ে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ।
জানাজায় যে সোমবার সকাল ৯টা থেকে কারখানা গেটের সামনে ওই ৯০০ জন শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কারখানা গেট অবরোধ করে।যার কারনে কারখানার কর্মরত ম্যানেজমেন্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটক করে রাখে ।




শ্রমিকরা জানায় গত জুলাই মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে ,সামনে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এখন টাকার প্রয়োজন সন্নিকটে, এমন পরিস্থিতিতে ম্যানেজমেন্ট বোনাস ও পেমেন্ট দিচ্ছে না। অন্যদিকে অনেক দিন ধরেই কারখানার বিল বকেয়া থাকায় ডিভিসি-র দিক থেকেও বিদ্যুৎ কেটে দিয়েছে যার জেরে কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকরা আশঙ্কা করছেন,কারখানার আধিকারিকরা কারখানা থেকে একবার বের হয়ে গেলে আর পুজোর আগে ফিরে আসবেন না, তাই এর এই আশঙ্কা করে কারখানার কর্মকর্তাদের আটক করা হয়েছে।
ঘটনাস্থলে তৃণমূলের পৌঁছান কাউন্সিলর তথা আইএনটিটিইউসি শ্রমিক নেতা অশোক পাসওয়ান, যিনি শ্রমিকদের সাথে থেকে শ্রমিকদের আন্দোলনকে সমর্থন করেছেন,যেখানে তিনি কারখানা কর্তৃপক্ষ এর বিরুদ্ধে স্বৈরাচারী এবং কর্মীদের প্রতি অসংবেদনশীল হওয়ার অভিযোগ করেছেন, তিনি বলেন যে যতক্ষণ না শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও বোনাস নাপায় ততদিন তিনি এখান থেকে যাবেন না,তিনি বলেন, সকাল থেকে ক্ষুধার্ত পেটে শ্রমিকরা আন্দোলন করছে, রাতে সবার জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, কর্মকর্তাদেরও খিচুড়ি খাওয়াবেন এবং নিজেরাও খাবেন।
তিনি বলেন শ্রমিকরা তাদের নিজেদের অধিকার এর যাক আদায় করছে তাছাড়া শ্রমিকদের বেতন ইতিমধ্যে ২ মাস দেরি , আর বোনাস এর খবর এখনো জানা নেই, প্রতি বছর বোনাসের সময় কোম্পানির নাটক শুরু হয়। এখন বোনাস ও পেমেন্ট দুটো নিয়েয় সকলে বাড়ি ফিরবে এবং যদি তাদের কথা না শোনা হয় তবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে। সংবাদ লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলছিল এবং কর্মকর্তাদের কারখানার মধ্যেই আটকে রাখা হয়েছিল। এই বিষয়ে ইমপেক্স ম্যানেজমেন্ট ডিরেক্টর রঞ্জিত বার্নওয়াল বন্ধক হবার কথা অস্বীকার করে বলেন, শ্রমিকরা এখানে আছে সেজন্য আমিও আছি, কোম্পানির পক্ষ থেকে মঙ্গলবার থেকে সকলের টাকা দিতে বলা হয়েছে, সবাইকে বেতনও দেওয়া হবে।