Paschim Bardhaman : ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, বাড়তে চলেছে জেলায় আসন সংখ্যা
২২ সেপ্টেম্বরের বৈঠকে হবে চূড়ান্ত
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্যঃ পশ্চিম বর্ধমান জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের এবার একটি আসন সংখ্যা বাড়তে চলেছে। একইভাবে পঞ্চায়েত সমিতিতে ২০ টি আসন ও গ্রাম পঞ্চায়েতে ৪০ টি আসন বাড়ার সম্ভাবনা। গোটা বিষয়টি প্রায় চূড়ান্তও হয়ে গেছে। আগামী ২২ সেপ্টেম্বর কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এই বিষয় এক বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকের পরেই সমস্ত আসনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে দেওয়া হবে।



রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য আসন সংরক্ষণের বিষয়টি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে ইতিমধ্যেই। গত ২ সেপ্টেম্বর তার একটা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের চূড়ান্ত সিলমোহর পড়াটুকু বাকি আছে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে।
প্রসঙ্গতঃ, ২০২৩ সালের শুরুতেই রাজ্য জুড়ে ত্রিস্তরীর পঞ্চায়েত নির্বাচন হওয়ার একটা প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছ ফেব্রুয়ারি মাসের পরে পরবর্তী পঞ্চায়েত নির্বাচন হবে ।
পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এক আধিকারিক বলেন, ভোটার তালিকা অনুযায়ী আসন সংখ্যা তৈরি বা ঠিক করা হয়। সেই মতো জেলায় সব ব্লকের বিডিওদের এই বিষয়ে সর্বশেষ তালিকা তৈরি করতে বলা হয়েছিল। সেই তালিকা তৈরি হয়ে আমাদের কাছে আসে। তার চূড়ান্ত অনুমোদনের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী সব ক্ষেত্রেই আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে।
জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলায় জেলা পরিষদে মোট ১৭টি আসন আছে। এবার একটি আসন বাড়লে তা ১৮ টি হবে। জেলার ৮ টি ব্লকের পঞ্চায়েত সমিতিতে মোট ১৬২টি আসন আছে। ২০ টি আসন সেখানে বাড়তে পারে । আর জেলার ৬২টি গ্রাম পঞ্চায়েতে ৮৩৩ টি আসন আছে। এক্ষেত্রে ৪০টি আসন বাড়তে পারে।
এই বিষয়ে ঐ আধিকারিক আরো বলেন, রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের ৯০০ ভোটারের জন্য একজন গ্রাম পঞ্চায়েত সদস্য হয়। তার বেশি হলে দুজন সদস্য হয়। একইভাবে পঞ্চায়েত সমিতিতে সাড়ে চার হাজার ভোটার পিছু একজন সদস্য হয়। সাড়ে চার থেকে নয় হাজার পর্যন্ত দুজন সদস্য ও ৯ হাজারের বেশি হলে তিনজন সদস্য হবে। জেলা পরিষদে ৬০ হাজার ভোটার পিছু একজন সদস্য ,৬০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার ভোটার পর্যন্ত ২ সদস্য ও তার বেশি হলে তিনজন সদস্য হয় । ভোটারদের এই হিসেব বা ভোটার তালিকাকে সামনে রেখেই পশ্চিম বর্ধমান জেলায় আসন সংখ্যা বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েতে আসন বাড়লে গ্রামীণ এলাকা থেকে জেলা পরিষদ পর্যন্ত সব ক্ষেত্রেই উন্নয়ন আরো ভালো হয়। যা একেবারে সেইসব এলাকায় নিচু স্তর পর্যন্ত পৌঁছায়। এরফলে গ্রামের মানুষেরা ভালো পরিসেবা পান।