ASANSOL-BURNPUR

এন আর দত্ত ও শিব দাস ঠাকুর মেমোরিয়াল আন্তর্বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২” শুরু হলো বার্নপুর স্টেডিয়ামে

বেঙ্গল মিরর, বার্নপুর: বার্নপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় (২০-০৯-২০২২) থেকে “এন আর দত্ত ও শিব দাস ঠাকুর মেমোরিয়াল আন্তর্বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২” শুরু হলো বার্নপুর স্টেডিয়াম ময়দানে । আজ উদ্বোধনী ম্যাচে বার্নপুর রিভারসাইড স্কুল ও বার্নপুর বয়েস’ হাই স্কুল অংশ গ্রহণ করে । ক্লাবের ফুটবল সম্পাদক সুব্রত পাল আমাদের প্রতিনিধি কে জানান বিগত দুই বৎসর করোনা মহামারির জন্য ঐতিহ‍্যবাহী এই ক্লাবের বিভিন্ন রকমের ক্রীড়া বিশেষত ফুটবল ম্যাচ সম্ভবপর ছিল না ।

তবে আগের থেকে পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক হয়ে উঠেছে, তাই ধীরে ধীরে আবার ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান শুরু করা হয়েছে ক্লাবের তরফে । তিনি আরও জানান বার্নপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় গত রবিবার (১৮-০৯-২০২২) বার্নপুর স্টেডিয়ামে একটি ক‍্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে শিল্পাঞ্চলের ক্রীড়া প্রেমিক মানুষরা খুবই আপ্লুত হন ।


আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন বার্নপুর সেইল ইস্কো ইস্পাত কারখানার মুখ্য মহাপ্রবন্ধক (ব্যাপার উৎকর্ষতা) তথা ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য এম ই শামসি, ইস্কো ইস্পাত কারখানার মুখ্য মহাপ্রবন্ধক (সিন্টার) তথা ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য অনুপ কুমার ঘোষ, ইস্কো ইস্পাত কারখানার মুখ্য মহাপ্রবন্ধক (এসএমএস) তথা ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য কে. রামাকৃষ্ণ, আসানসোল মিউন্সিপ্যাল কর্পোরেশন অন্তর্গত ৭৮ নং ওয়ার্ড কাউন্সিলর অশোক রুদ্র ও আরও গণ্যমান্য আধিকারিকগণ ।

তাঁরা সকলে বার্নপুর ইউনাইটেড ক্লাবের কর্মকর্তাদের এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্যে ভূয়শী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান ।এম ই শামসি ‘কিক অফ’ করে এই টুর্নামেন্টের শুভারম্ভ করেন । আজকের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে বার্নপুর রিভারসাইড স্কুল ২ – ১ গোলে বার্নপুর বয়েস’ হাই স্কুল কে পরাস্ত করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *