RANIGANJ-JAMURIA

সিয়ারসোল রাজ হাইস্কুলে ইয়ুথ পার্লামেন্ট প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের হেরিটেজ ঘোষিত সিয়ারসোল রাজ হাইস্কুলে মঙ্গলবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে আসানসোল বোরো ১ ও ২ এর ৮টি স্কুল কে নিয়ে ইয়ুথ পার্লামেন্ট প্রতিযোগিতা আয়োজিত হল। যেখানে এদিন পাঁচটি বিভাগে সংসদ বিষয়ক কুইজ, তাৎক্ষণিক বক্তিতা, ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।


যেখানে এদিন জামুড়িয়ার বোরো ওয়ান থেকে রাজপুর নন্দী হাই স্কুল,বোরিং ডাঙ্গা হাই স্কুল, বেনালী সি কে সিটি হাই স্কুল, শ্রীপুর গার্লস হাই স্কুল ও রানীগঞ্জ বোরো টু এর সিয়ারসোল রাজ হাই স্কুল, বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়, গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয়, ও গুরু নানক স্কুলের ২০০ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। মূলত ছাত্র-ছাত্রীদের সংসদ সম্পর্কে ধারণা তৈরি করার লক্ষ্যে বিধানসভা ও লোকসভার পার্লামেন্ট কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে জানান দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *