ইসমাইল ছোট রায় দুর্গা মন্দিরের আদি পূজো ৪০০ বছর পুরনো
বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোলের ইসমাইল ছোট রায় দুর্গা মন্দিরের আদি পূজো এই পুজো বিগত ৪০০ বছর ধরে হয়ে আসছে এবং এই পুজোর যে রীতি নিয়ম কানুন মেনেই হয় এবং এই পুজো বংশপরম্পরা হয়ে আসছে। রায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত ৪০০ বছর ধরে হয়ে আসছে এবং হয়ে যাবে এবং প্রত্যেক আসানসোল বাসিকে জানাই শুভ অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/10/IMG-20221003-WA0011-500x375.jpg)
এই আদিব দুর্গাপূজা হচ্ছে রায়দের দুর্গাপূজা প্রথমে প্রথমে বড় রায় এবং ছোট রায় একসঙ্গে পুজো হতো তারপরে তারপর আমরা ভাগ হয়ে যায় ছোটটাই। এটা আলাদা পূজো করে। সেই থেকে পুজোটা পুজোর পুজোর নিয়ম কানুন নিয়ে হয়ে আসছে। এবং এই মন্দিরের এই মন্দিরের শরিক হচ্ছি আমার দাদু ছিল সুকুমার রায় তার তিন ছেলে অসিত রায় এবং অসীম রায় এবং ফাল্গুনী রায়, তার ফাল্গুনের ছেলে হচ্ছে অনিমেষ রায়।