BARABANI-SALANPUR-CHITTARANJAN

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলাদলি ভুলে একজোট হওয়ার পরামর্শ জেলা নেতৃত্বর

সালানপুর ব্লক কংগ্রেসের বিজয়া সম্মেলন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ শনিবার রূপনারায়নপুর নান্দনিক হলে বিজয়া সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামনেই পঞ্চায়েতের নির্বাচন। তারপর ২০২৪ সালে লোকসভা ভোট। এদিনের বিজয়া সম্মেলন থেকে দলাদলি ও কোন্দল ভুলে দুই ভোটে দলকে জেতানোর জন্য সব স্তরের নেতা ও কর্মীদের একজোট হয়ে ময়দানে নামার বার্তা দিলেন জেলা নেতৃত্ব।

এখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়,বারাবনি যুব নেতা মুকুল উপাধ্যায় ,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সহসভাপতি ভোলা সিং ,সালানপুর ব্লক মহিলা তৃণমূলের সভাপতি অপর্ণা রায় ,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র,
চিত্তরঞ্জন ব্লক তৃণমূলের সভাপতি তাপস ব্যানার্জি, ছাত্র যুব নেতা মিঠুন মন্ডল,শ্যামল গোপ, মনোজ তেওয়ারী ,দিনেশ লাল শ্রীবাস্তব ,তাপস চৌধুরী সহ সকল যুব ,ট্রেড ইউনিয়ন সংগঠন ও সকল পঞ্চায়েতের প্রধান ,প্রধান উপপ্রধান ও ও সদস্য বৃন্দ।


এদিনের এই বিজয়া সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি সকল নেতৃত্ব দের সংবর্ধনা দেওয়া হয় ।এবং ব্লকের প্রায় 45 টি পূজা কমিটিকেও সংবর্ধান দেওয়া হয়জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় বলেন যে কিছুদিন হল আমাদের বড় উৎসব দুর্গা পূজা শেষ হল আর তাই সকল কর্মীরা একত্রিত হয়ে আজকের এই বিজয়া সন্মেলনী অনুষ্ঠান ।তবে এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই কাছে একটাই উদ্দেশ্য
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথ স্তর পর্যন্ত টিএমসির সংগঠনকে শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। তিনি দলে দলাদলি না করে একজোট হয়ে ভোটের লড়াইয়ে নেমে পড়ার আহ্বান জানান।
একই সাথে তিনি তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের প্রতিনিধিদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী
নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার নির্দেশ দেন।
তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় দুয়ারে সরকার চালু করেছে এই এইসুযোগে সকলকে মানুষের কাছে যাবার সুযোগ করে দিয়েছে ।সকলের অসুবিধার কথা শুনে মানুষের পাশে থেকে কাজ করুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *