RANIGANJ-JAMURIA

অভিনব কায়দায় বালি পাচারের চেষ্টা, গ্রেফতার ছয়

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : অভিনব কায়দায় বালি পাচারের আগেই পুলিশের তৎপরতায় ধরা পড়ল অবৈধভাবে বালি পাচার হওয়ার একটি দশ চাকা বালি বোঝায় লরি সহ এই বালি প্রচারের সঙ্গে যুক্ত লরির চালক খালাসি সহ পাচারকে সংঘটিত করার চার ব্যক্তি। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ি এলাকার পুলিশ, আইসি রঞ্জিত বিশ্বাসের নেতৃত্বে নিমচার হাড়াভাঙ্গা এলাকায় অতর্কিতে হানা দিয়ে ওই সন্দেহভাজন বালি বোঝায় গাড়িটি লক্ষ্য করে গাড়ির চালক খালাসী কে জিজ্ঞাসা বাদ করে গাড়ির চালান খতিয়ে দেখতেই স্পষ্ট হয় অরিজিনাল চালানের নকল করে একটি ডুবলিকেট চালান তৈরি করে বালি পাচার করে প্রতারণা চক্র ফেক চালানের মাধ্যমে অবৈধভাবে বালি পাচার করে চলেছে।


পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে তিরাট হাড়াভাঙ্গা এলাকা থেকে এই বালি পাচারের সঙ্গে যুক্ত অজয় ঘোষ, জয় গোপ, শুভজিৎ গোপ ও গৌরাঙ্গ গোপকে নকল চালান দিয়ে বালি পাচারের অভিযোগে গ্রেফতার করে। পাশাপাশি আউসগ্রাম নোয়াপাড়ার বাসিন্দা গাড়ি চালক গোপি কান্ত ও বাবুসোনা বাগদি কে বালি পাচারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। জানা গেছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *