শঙ্করপুরে সংখ্যালঘু মহিলাদের রক্তদান শিবির
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি : পাণ্ডবেশ্বরের বাঁকোলা শঙ্করপুরে সংখ্যালঘু মহিলাদের রক্তদান শিবির। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় শংকরপুর কমিউনিটি হলে ।এই রক্তদান শিবিরে মোট ৫০জন মহিলা রক্তদান করেন। রক্ত সংগ্রহে সহায়তা করেন সকলের তরে সকলে আমরা সমাজসেবী সংগঠন ।এবং রক্ত সংগ্রহ করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। রক্তদান সিবিরটির বিষয়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী।
।রক্তদান শিবিরে বসে ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের ব্লক সভাপতি কিরীটী মুখার্জি, পাণ্ডবেশ্বর ব্লকের inttuc সভাপতি রামচরিত পাসোয়ান,পঞ্চায়েত সদস্য জুম্মান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।রক্তদান শিবিরে প্রত্যেক মহিলাদের হাতে সার্টিফিকেট এবং একটি করে ব্যাগ তুলে দেন মাননীয় বিধায়ক। রক্তদান প্রসঙ্গে বিধায়ক বলেন, রক্তদান মহৎ দান । আজকের সংখ্যালঘু মা বোনেরা বাড়ি থেকে বেরিয়ে এসে এভাবে রক্তদান করেছেন ,আমরা গর্বিত !আগামী দিনে আরও উদ্বুদ্ধ করতে চাই ।