ভোটার তালিকায় নাম তোলার কাজ, বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল উত্তর বিধান সভা কেন্দ্রের বিএলও বা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হলো। সোমবার আসানসোলের রবীন্দ্রভবনে ৩০৩ জন বুথ লেভেল অফিসারদের এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ শিবিরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধান সভা কেন্দ্রের বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিতে অনুজ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে আগামী ৯ নভেম্বর থেকে বুথে বুথে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার কাজ চলবে। তার জন্যই এদিন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ ও তাদের দেওয়ার গাইড লাইন মেনে কি করে সেই কাজ করতে হবে, তাই এদিন বলা হয়েছে।