আসানসোল পুরনিগমের শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে সরব বনিকসভা, মেয়রকে স্মারক লিপি ব্যবসায়ীদের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন ব্যবসায়ী বৃহস্পতিবার আসানসোলের বনিকসভা আসানসোল চেম্বার অফ কমার্সের পদাধিকারীদের নেতৃত্বে মেয়র বিধান উপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেন। গণস্বাক্ষরিত একটি স্মারকলিপির মাধ্যমে মেয়রের কাছে ৪১ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর রণবীর সিং বা জিতুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।




এই প্রসঙ্গে আসানসোল চেম্বার অফ কমার্সের সচিব শম্ভু নাথ ঝা বলেন, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিতু সিংয়ের আচরণ ভাল নয়। তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্বেও যে কোন সময় যে কারোর সঙ্গে ঝামেলা করেন। বিশেষ করে যখনই ৪১ নম্বর ওয়ার্ডের কোথাও কোন নির্মাণ কাজ হয়, তখন তিনি সেখানে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেন। তিনি আরো অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের সঙ্গেও কাউন্সিলর জিতু সিংয়ের আচরণ ভালো নয়।
তিনি জনগণের সঙ্গে ঠিকভাবে কথা বলেন না। অশালীন মন্তব্য করেন ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেন। এদিন বনিকসভার পদাধিকারী ও ব্যবসায়ীরা জিতু সিংয়ের এসব কর্মকাণ্ড বন্ধ করতে মেয়রকে অনুরোধ করেন। যাতে ওয়ার্ডের মানুষেরা শান্তিতে বসবাস ও ভালোভাবে ব্যবসা করতে পারেন। যদি এরপরেও কোন কাজ না হয় তাহলে তারা বিষয়টি নবান্নতে জানাবেন বলে এদিন জানান।
অন্যদিকে, ব্যবসায়ী ও বনিকসভার প্রতিনিধিরা বেরিয়ে যাবার পরেই কাউন্সিলর জিতু সিং একটি অভিযোগ নিয়ে মেয়রের কাছে আসেন। তখন মেয়র তাকে বলেনন,তিনি এটা অফিসে নিয়ম মতো জমা দিন। আর সমস্ত অভিযোগগুলি মেয়র ইঞ্জিনিয়ারদের মাধ্যমে তদন্তের কথাও বলেন। মেয়র জিতু সিংকে মুখের উপরেই বলে দেন তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়ছে।অন্যদিকে, শাসক দলের এই জিতু সিং তার বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমার ওয়ার্ডে ধীরে ধীরে চওড়া রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। তিনি উল্টো ব্যবসায়ীদের বিরুদ্ধে ঠিক মতো ট্যাক্স না দেওয়ার অভিযোগ তোলেন।
তিনি বলেন, আসানসোল চেম্বার অফ কমার্সের বিল্ডিংয়ের জন্য ট্যাক্স দেওয়া হয় না। অনেক ব্যবসায়ী তাদের বাড়িতে করও দেন না। তিনি বলেন, প্রত্যেক কাউন্সিলরের দায়িত্ব তার ওয়ার্ডে কর আদায়ের পরিমাণ বৃদ্ধি করে পুরনিগমের আয়কে শক্তিশালী করা। কারণ তাহলেই সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে। তিনি দাবি করে বলেন, এই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হলেই তার আচরণ নিয়ে প্রশ্ন উঠে। এর সঠিক তদন্ত হওয়া উচিত।