ASANSOL

আসানসোল উৎসব ২০২২” এর উদ্বোধন, উৎসবের বর্ণাঢ্য সূচনা

মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শত্রুঘ্ন সিনহার উপস্থিতিতে উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : বহু প্রতীক্ষিত “আসানসোল উৎসব ২০২২” এর সূচনা। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয় “আসানসোল উৎসব ২০২২”। উৎসবের বর্ণাঢ্য সূচনা, রঙ যোগ করে দর্শকের মন জয় করলেন বিহারীবাবু ।করোনা সংকটের পর প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আসানসোল উৎসব। এবারের অনুষ্ঠান হবে ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত। এখানে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।আসানসোল কল্যাণপুর হাউজিং উৎসব গ্রাউন্ডে শুক্রবার সন্ধ্যায় “আসানসোল উৎসব ২০২২” উদ্বোধন করা হয়েছে।

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, বিধায়ক হরেরাম সিং, বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী, মেয়র বিধান উপাধ্যায়, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিম-উল-হক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, কাউন্সিলর অনিমেষ দাস, সমাজকর্মী সুদেষ্ণা ঘটক, দুর্গাপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল চেম্বার অফ কমার্সের নরেশ আগরওয়াল, ফসবেকি এবং শিল্পাঞ্চলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শচীন রায়, ব্যবসায়ী দীপক রুদ্র, ব্যবসায়ী হরি নারায়ণ মিশ্র, দীপক তলাপাত্র, সাংস্কৃতিক কমিটির সম্পাদক চন্দ্রশেখর কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে এবার আসানসোল উৎসবে ১২৮ টি স্টল স্থাপন করা হয়েছে, যার মধ্যে সেল , ইসিএল, আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন ইত্যাদির স্টল ছাড়াও খাদ্য সামগ্রী এবং বিভিন্ন হস্তশিল্পের সামগ্রীর স্টল স্থাপন করা হয়েছে।আসানসোলে উৎসব ময়দান বা বিবেকানন্দ সরণির ও সেনরেলে রোডের কাছে আসানসোলে এইচএলজি হাসপাতালের মোড়ের পাশে শুরু হল। গত রবিবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক উৎসবের প্রস্তুতির খবর নেন। উৎসব ময়দানে বৈঠকও করেন তিনি।

এক নজরে “আসানসোল উৎসব ২০২২”

১১ নভেম্বর ২০২২: রং তুলি ব্যান্ড।১২ নভেম্বর ২০২২: শ্রাবণী সেন।১৩ নভেম্বর ২০২২: বাবুল সুপ্রিয়।১৪ নভেম্বর, ২০২২: রাঘব চ্যাটার্জি।১৫ নভেম্বর ২০২২: সৈকত মিত্র।১৬ নভেম্বর , ২০২২: সাগ্নিক সেন এবং গৌতম ঘোষ।১৭নভেম্বর , ২০২২: সুরজিত এবং বান্দুরা।১৮ নভেম্বর, ২০২২: মুনমুন মুখার্জি এবং ভাস্কর রায়১৯ নভেম্বর , ২০২২: মমতা শঙ্কর অ্যান্ড গ্রুপ।২০নভেম্বর , ২০২২: মিস জোজো।

  • 11th Nov, 2022 : RONG TULI BAND
  • 12th Nov, 2022 : SRABANI SEN
  • 13th nov, 2022 : BABUL SUPRIO
  • 14th nov, 2022 : RAGHAB CHATTERJEE
  • 15th Nov, 2022 : SAIKAT MITRA
  • 16th Nov, 2022 : SAGNIK SEN & GOUTAM GHOSH
  • 17th Nov, 2022 : SUROJIT O BANDHURA
  • 18th Nov, 2022 : MUNMUN MUKHARJEE & BHASKAR ROY
  • 19th Nov, 2022 : MAMATA SANKAR
  • 20th Nov, 2022 : MISS JOJO

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *