ASANSOLKULTI-BARAKAR

কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, চললো গুলি, ঘটনাস্থলে পুলিশ কমিশনার

বেঙ্গল মিরর আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today In Bangla ) কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো। বেশ কিছুক্ষুন ধরে বাড়ির তিনতলা ও দ্বোতলায় অবাধে লুঠপাট করার পরে তিন সশস্ত্র ডাকাত দলের বিরুদ্ধে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তার মধ্যে একটি গুলি কয়লা ব্যবসায়ীর ছেলের পেটে লাগে। রবিবার মধ্যরাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির শাঁকতোড়িয়া বাজার এলাকায় কয়লা ব্যবসায়ী সুশীল আগরওয়ালের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ কয়লা ব্যবসায়ীর ছেলে সৌভিক আগরওয়াল দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। ডাকাতির ঘটনার খবর পেয়ে প্রথম কুলটি থানা ও শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ এলাকায় পৌঁছায়। সোমবার সকালে ব্যবসায়ীর বাড়িতে আসেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম, ডিসিপি (পশ্চিম) অভিষেক মুদি সহ উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা। পুলিশ কমিশনার নিজে ব্যবসায়ীর বাড়ির চারপাশ এলাকা ঘুরে দেখেন ও তদন্ত কি করে হচ্ছে, তা খতিয়ে দেখেন।


পুলিশ ব্যবসায়ীর বাড়ি থেকে একটি খালি কার্তুজ ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ একইসঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করার পাশাপাশি ডাকাত দলকে সনাক্ত করার চেষ্টা করছে। ঠিক কি কি জিনিস ও কতো টাকা ডাকাতরা নিয়ে গেছে, তা ব্যবসায়ীর পরিবারের তরফে পুলিশ লিখিত ভাবে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, কয়লা ব্যবসায়ীর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা লুঠ করা হয়েছে। বাজার এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


জানা গেছে, বেশ কিছু দিন ধরে শাঁকতোড়িয়া বাজার এলাকার বাসিন্দা কয়লা ব্যবসায়ী সুশীল আগরওয়ালের বাড়িতে রং করার জন্য বাঁশের ভাড়া বাঁধা আছে। রবিবার মধ্যরাত একটা নাগাদ কয়লা ব্যবসায়ীর বাড়ির পেছনের রং করার জন্য লাগানো সেই বাঁশ দিয়ে তিন সশস্ত্র ডাকাত দল ঢুকে পড়ে বাড়ির তিনতলায়। প্রথমে তারা ব্যবসায়ী সুশীল আগরওয়ালের ঘরে ঢোকে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে বন্ধক বানিয়ে রাখে। হুমকি দেওয়ায় তিনি চুপ করে থাকেন। এরপর ডাকাতরা অবাধে লুটপাঠ চালায়। বেশ কিছুক্ষুন পরে ব্যবসায়ীর ছোট ছেলে সৌভিক আগরওয়াল শব্দ শুনে এলে তাকে লক্ষ্য ডাকাতরা গুলি চালায়। একটি গুলি তার পেটের বাঁদিকে লাগে। সেই সুযোগে ডাকাতরা বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারে চম্পট দেয়। রাতেই গুলিবিদ্ধ ব্যবসায়ীর ছেলেকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর এক বেসরকারি হসপিটালে। গুলির আওয়াজ ও ব্যবসায়ী পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকেরা বাড়ির বাইরে আসেন।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলটি থানা ও শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ এলাকায় আসে। আসেন ডিসিপি (পশ্চিম) অভিষেক মুদি।
সোমবার সকালে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম ব্যবসায়ীর বাড়িতে এসে তদন্ত করেন।
পরে তিনি বলেন, বাড়ির পেছনে বাঁধা বাঁশ দিয়েই ডাকাতরা ব্যবসায়ীর ঘরে ঢুকে পড়ে। লুঠ করার সময় ছেলে চলে আসায় তাকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালায়। তার পেটে একটা গুলি লেগেছে। তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *