বাসের ধাক্কায় গুরুতর আহত হলো এক মহিলা
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-চিত্তরঞ্জন আসানসোল প্রধান রাস্তা দেন্দুয়া মোড়ের কাছে বাসের ধাক্কায় গুরুতর আহত হলো এক মহিলা।জানাজায় যে দেন্দুয়া মোড়ে চিত্তরঞ্জন বর্ধমান বড় বাসের সামনের চাকাতে পিষ্ট হয়ে গেলো ওই মহিলার হাত ও পাঁ। আহত মহিলা নাম রেণুকা বাউরি,বয়স 55 তিনি দেন্দুয়া পঞ্চায়েতের ন্যাকড়াজোড়িয়া গ্রামের বাসিন্দা।




দেন্দুয়া মোড়ের মাথায় এক মুদিখানার দোকান থেকে খাদ্য সামগ্রী নিয়ে রাস্তাপার হচ্ছিলেন তিনি ঠিক সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসটি হটাৎ ছেড়ে দেয় জারফলে বাসের চালক খেয়াল না করায় বাসটি গিয়ে মহিলাকে ধাক্কা মারে ফলে মহিলা রাস্তায় পড়ে যায় এবং বাসের চাকা তার হাতে ও পায়ে উপর দিয়ে চলে যায়।
সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনের চিৎকার শুনে বাসটি দাঁড়িয়ে পড়ে।ঘটনাস্থলে ছুটে আসে সালানপুর থানার পুলিশ ও স্থানীয়রা ।আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।
- काजी नजरूल विश्वविद्यालय में बीटेक प्रथम वर्ष के विद्यार्थियों का इंडक्शन प्रोग्राम
- দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ানপুরে
- আসানসোলে পুরীর শঙ্করাচার্য , রাজনীতি থেকে কখনো ধর্মকে আলাদা করা যায় না
- লিগ্যাল এইড অ্যান্ড অ্যাভভাইস সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল”র উদ্যোগ: কলকাতা হাইকোর্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি উন্মোচন
- महिला की रहस्यमयी मौत का पर्दाफाश, प्रेमी गिरफ्तार