KULTI-BARAKAR

সেফ ড্রাইভ সেভ লাইফ পথ নিরাপত্তা সচেতনতা পদযাত্রার আয়োজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরাঙ্গিফাঁড়ি ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ পথ নিরাপত্তা সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয় সোমবার ! এই পদযাত্রা টি চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত চলবলপুর মোড়ের থেকে শুরু হয়ে চৌরাঙ্গিমোড় হয়ে নিমতলা মোড়ে এসে শেষ হয়! এই সেফ ড্রাইভ সেভ লাইফ পদযাত্রা তে উপস্থিত ছিলেন চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জী, ট্রাফিক গার্ডের পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কমবেটফোর্স ও চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ !

এদিন পথ চলতি মানুষ ও গাড়ির চালকদের সচেতন করতে মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা, চারচাকা চালানোর সময় সিট বেল্টের ব্যবহার, ট্রাফিক সিগনেল মেনে গাড়িচালানো, গাড়ি আস্তে চালানো, মদ্যপান করে গাড়ি না চালানো সহ ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন করা হয়! একই সাথে সেফ ড্রাইভ সেভ লাইফের হ‍্যান্ড বিল বিতরণ করা হয়। এইদিন চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের আধিকারীকে অলোকেশ ব্যানার্জী নিজে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর আবেদন করেন! একই সাথে হেলমেট ব্যবহার কারি বাইক চালকদের ধন্যবাদ জানান!মূলত পথদুর্ঘটনা কমাতে এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *