আসানসোল-দুর্গাপুর পুলিশ, “SBFCI”, “কনকধারা” এবং “টাইনি টটস্” সহযোগিতায় সেমিনার
ট্রাফিক কন্ট্রোল, সাইবার ক্রাইম, মহিলাদের নিরাপত্তা নিয়ে জনসচেতনতামূলক সেমিনার
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল : মঙ্গলবার বিকেলে আসানসোল কোর্ট রোড রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি ময়দানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং এর অধীন মহিলা চেম্বার অফ কমার্স “কনকধারা” , শিশুদের স্কুল “টাইনি টটস” এর যৌথ উদ্যোগে একটি ট্রাফিক ব্যবস্থা, সাইবার ক্রাইম, মহিলা সুরক্ষা প্রভৃতি বিষয়ে একটি জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।




ওই শিবিরে মূলত আসানসোলের জনসাধারণের মনে “সেফ ড্রাইভ সেভ লাইফ” সম্পর্কে ছিল কারণ এই সপ্তাহ “সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে। পাশপাশি সাইবার অপরাধ থেকে সুরক্ষা, সম্পর্কে নারীদের গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষা ছাড়াও পুলিশের বিশেষ মহিলা বাহিনী যা শক্তি টিম সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্পর্কে ছিল।
ওই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল দেবরাজ দাস , আসানসোল মহিলা থানার ওসি পিয়ালি জানা, আসানসোল সাউথ পিপি ওসি অনন্ত রায়, মহিলা বাহিনী শক্তি টিম ইনচার্জ, সাইবার ক্রাইম সেলের পক্ষ থেকে মহাপ্রসাদ গড়াই, সাউথ বেঙ্গল ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ভিকে ঢাল, সাধারণ সম্পাদক জগদীশ বাগরি, হরি নারায়ন আগরওয়ালের পাশাপাশি “কনকধারা” র সেক্রেটারি জেনারেল ও আইনি পরামর্শদাতা ড: নবনীতা ব্যানার্জী, ওয়ার্কিং প্রেসিডেন্ট অঞ্জনা কৌর, কার্যনির্বাহী সদস্য মধু ডুমরেওয়াল, পূজা উপাধ্যায়, প্রিয়াঙ্কা ব্যানার্জী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ