জুয়ার আসরে আচমকা হানা, গ্রেপ্তার ৩০, উদ্ধার প্রায় দেড় লক্ষ টাকা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :;বারাবনি থানার অন্তর্গত ভানোড়ার সায়েরপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে আচমকা হানা দিলো বারাবনি থানার পুলিশ।ঘটনাস্থল থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা সহ ৩০জনকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতদের আজ জেলা আদালতে তোলা হয়।














জানা যায় বেশ কয়েক দিন ধরে পুলিশের কাছে খবর ছিলো সায়েরপাড়ায় এক বড় জুয়ার আসর চলছে।সেই খবরের ভিত্তিতে বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে ৩০জনকে হাতেনাতে ধরে ফেলে।এবং জুয়ার আসর থেকে প্রায় দেড় লক্ষ টাকা সহ বেশ কয়েকটি তাসের বান্ডিল উদ্ধার করে।

