বারাবনিতে তৃনমুল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
রাজ্যের মন্ত্রী ও বিধায়কের নামে বিরোধী দলনেতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিধায়ক দেবনাথ হাঁসদা এবং আদিবাসী সমাজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আসানসোলের বারাবনিতে মিছিল করলো তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল করা হয়। বারাবনি রেল গেট থেকে শুরু হওয়া এদিনের মিছিলে আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং, জেলা পরিষদের সদস্য পুজা মাড্ডি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই মিছিল গিয়ে শেষ হয় দোমহানি বাজার মোড়ে এসে। এই মিছিলের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা।
- পশ্চিম বর্ধমান জেলায় ৮৭ টি কেন্দ্র, ৩১ হাজারেরও বেশি পরীক্ষার্থী
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह
- BGBS 2025 : Durgapur एयरपोर्ट में JSW ग्रुप करेगा निवेश
- আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, বিরোধীতায় বিক্ষোভ মিছিল, ডিএলএন্ডএলআরওকে স্মারকলিপি গ্রাম উন্নয়ন সমিতির
- Asansol : अतिक्रमण हटाने में छूट रहे रेलवे के पसीने, फिर बैरंग लौटी टीम